আসল ভক্ত শুধু ধোনিরই আছে, বাকি সব ভাড়াটে—কাকে খোঁচা দিলেন হরভজন

আসল ভক্ত শুধু ধোনিরই আছে, বাকি সব ভাড়াটে—কাকে খোঁচা দিলেন হরভজন

ভারতে মহেন্দ্র সিং ধোনির চেয়ে বড় ক্রিকেটার কেউ নেই। কারও হয়তো রান বেশি, কারও উইকেট বেশি। কিন্তু ভক্ত–সমর্থক সবচেয়ে বেশি ধোনিরই। আর এমনটাই মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।

হরভজন কথাগুলো বলেছেন এমন এক দিনে, যখন বিরাট কোহলিকে ট্রিবিউট দিতে এম চিন্নাস্বামী গ্যালারিতে তাঁর ১৮ নম্বর জার্সি পরে হাজির হয়েছেন দর্শক। হরভজনের মতে, ধোনির ভক্তরাই আসল ভক্ত। বাকি যা দেখা যায় ভাড়াটে।

Explore More Districts