ক্যালিফোর্নিয়ার টেক জায়ান্ট Apple আনতে চলেছে নতুন পণ্য। ২০২৫ সালের মধ্যেই পরবর্তী প্রজন্মের ট্র্যাকার AirTag 2 লঞ্চ করার পরিকল্পনা করছে তারা, এমনই জানা গিয়েছে৷ রিপোর্ট অনুসারে, AirTag 2-এর উৎপাদন সম্ভবত চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিক থেকেই শুরু হয়ে যাবে।
LeaksApplePro নামের এক ওয়েবসাইটে ফাঁস হয়েছে এই সংক্রান্ত কিছু তথ্য। ওই সংস্থার দাবি, AirTag 2 সম্ভবত ‘থ্রি-ডি প্রিসিশন ফাইন্ডিং’-এর মতো একাধিক নতুন ফিচার-সহ লঞ্চ করতে পারে। তথ্য ফাঁসকারী ওই ওয়েবসাইটে দাবি করা হয়েছে, কোনও ভাবেই এই পণ্য ২০২৪-এ লঞ্চ করতে পারে না।
২ অগাস্ট, বিশ্লেষক মিং-চি কুও বলেন, ‘আমার বিশ্বাস Apple নতুন কোনও ইকোসিস্টেম তৈরি করতে চাইছে আর সেটা স্প্যাশিয়াল কম্পিউটিং সংক্রান্ত। Vision Pro-কে কেন্দ্র করে AirTag 2-সহ অন্য ডিভাইসগুলিকে একীভূত করা হতে পারে।’
আরও পড়ুন: ৩০ হাজার টাকা দিয়ে এই ফোন নেওয়া কি উচিত হবে? দেখে নিন Realme 11 Pro+ 5G-র সমস্ত খুঁটিনাটি
কুওর মতে, Apple-এর তরফ থেকে Find My Application-এর বাইরে বেরিয়ে AirTags ব্যবহারের চেষ্টা করা হতে পারে। এর ফলে আগামী দিনে Apple যে Vision Pro হেডসেট বাজারে আনতে চলেছে, তার সঙ্গেও সমস্ত ডিভাইসকে অঙ্গীভূত করে নেওয়া যাবে এই স্প্যাশিয়াল কম্পিউটিং ইকোসিস্টেমের অংশ হিসাবে। তবে এখনও পর্যন্ত নতুন এই ‘আইটেম ট্র্যাকার’-এর অতিরিক্ত ফিচারগুলি সম্পর্কে কোনও ধারণা পাওয়া যায়নি।
কুও অবশ্য জানিয়েছেন, এর আগে ধীরে ধীরে AirTag তার বিক্রি বাড়িয়েছে। ২০২১ সালে প্রায় ২০ মিলিয়ন ইউনিট এবং ২০২২ সালে ৩৫ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে বলে খবর।
AirTag 2 সম্পর্কে খুব বেশি কিছু না জানা গেলেও বোঝা যাচ্ছে এতে U2 চিপ পাওয়া যাবে। সেক্ষেত্রে এটি তার পূর্বসূরির আপগ্রেডেড ভার্সন হতে পারে। প্রথম প্রজন্মের AirTag-এ U1 চিপ ছিল। আশা করা যায় আগামী কয়েক মাসে Apple-এর এই নতুন পণ্য সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে।
২০২১ সালের এপ্রিলে লঞ্চ করেছিল AirTag। বর্তমানে ভারতে এর দাম ২,৯৯৯ টাকা। স্মার্ট ট্র্যাকারে রয়েছে, স্টেইনলেস স্টিল পালিশ, এটি জল এবং ধুলো প্রতিরোধী। সঙ্গে রয়েছে একটি ইনবিল্ট স্পিকার, যা AirTag সনাক্ত করতে সাহায্য করার জন্য শব্দ করে। ব্যাটারি বদলানোর জন্য রয়েছে রিমুভেবল কভার।
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Technology