আশার আলো সোসাইটি ফরিদপুরের আয়োজনে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : নারী যৌন কর্মীদের ঝুঁকিপূর্ন আচরণ পরিবর্তন, প্রজনন স্বাস্থ্যে সুরক্ষা নিশ্চিত করণসহ তাদের সাধারণ ও যৌন রোগের চিকিৎসা নিশ্চিত করণে আশার আলোর সোসাইটির আয়োজেন গত বৃহষ্পতিবার রথখোলা কার্যাালয়ে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়। আশার আলো সোসাইটির জেলা কর্মকর্তা মুনজিরা খাতুনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন এফপিএবি এর জেলা কর্মকর্তা এ.কে.এম. শাহজাহান।
অতিথি হিসাবে ছিলেন ডেমিয়েন ফাইন্ডেশন এর প্রকল্প পরিচালক শেখ মঈন উদ্দিন এবং সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন দৈনিক নাগরিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদক বেলাল চৌধুরী, ঢাকা আহছানিয়া মিশনের জেলা ব্যবস্থাপক মো. পলাশ খান, আরবান প্রাইমারী হেল্থ কেয়ার ফরিদপুরের পরিদর্শক মো. রিমন খানসহ প্রমুখ। শেখ মঈন উদ্দিন বলেন, এসকল পেশায় নিয়োজিত মানুষদের ঝুঁকিপূন আচরন পরিবর্তন ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে আমাদের সকলের অবস্থান থেকে ভূমিকা রাখা জরুরী।
তিনি নারী যৌন কর্মীদের যক্ষা পরীক্ষা ও সংক্রমিতদের চিকিৎসা সেবা নিশ্চিত করণে ডেমিয়েন ফাউন্ডেশন কাজ করবে মর্মে সভায় জানান। এ.কে.এম শাহজাহান বলেন, নারী যৌন কর্মীদের প্রজনণ স্বাস্থ্যের সুরক্ষায় এফপিএবি স্বল্প মূল্যে তাদের চিকিৎসা ও পরীক্ষাসেবা নিশ্চিত করবে। সভায় সকলেই এই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির জীবন মান পরিবর্তন ও প্রজনন স্বাস্থ্যর সুরক্ষা নিশ্চিত করণে যার যার অবস্থান থেকে কাজ করে যাবেন মর্মে মত ব্যক্ত করেন।