আ’লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে -এমপি নাসির

আ’লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে -এমপি নাসির





বাগআঁচড়া প্রতিনিধি ॥ চৌগাছা-ঝিকরগাছার সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ যখন বিশ্বে মাথা উচু করে দাঁড়িয়েছে। তখন একাত্তরের পরাজিত শক্তি বর্তমান সরকারের বিরুদ্ধে গভীর স্বড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সরকারের উন্নয়ন কাজকে ব্যহত করতে মরিয়া হয়ে উঠেছে। এ কারণে একাত্তরের পরাজিত শক্তির সকল সড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্য বদ্ধ হয়ে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। বুধবার দুপুরে ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শংকরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জীর সভাপতিত্বে ও সাংবাদিক আবু সাঈদের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী নাজিব হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, শংকরপুর ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাষ্টার আদম শফিউল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা অধ্যাপক কামরুল হাসান, কবিরুজ্জামান মিঠু, জাকিরুল ইসলাম মিন্টু, আব্দুর রহিম পশারী, খলিলুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রুনা ও ছাত্রলীগ নেতা সুমিত চ্যাটার্জী সহ নবনির্বাচিত ইউপি সদস্যগণ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ।








Explore More Districts