আলিপুর বাজার ব্যবসায়ী কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, ইউনিয়ন পরিষদের মাধ্যমে নতুন কমিটি গঠনের ঘোষণা

আলিপুর বাজার ব্যবসায়ী কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, ইউনিয়ন পরিষদের মাধ্যমে নতুন কমিটি গঠনের ঘোষণা

১১ October ২০২৫ Saturday ৪:৩৮:৫৫ PM

Print this E-mail this


আলিপুর বাজার ব্যবসায়ী কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, ইউনিয়ন পরিষদের মাধ্যমে নতুন কমিটি গঠনের ঘোষণা

সৈয়দ রাসেল, কলাপাড়া.পটুয়াখালীর লতাচাপলী ইউনিয়নের আলিপুর বাজার ব্যবসায়ীদের কমিটি গঠনে অনিয়ম, প্রতারণা ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে। বাজারের ব্যবসায়ীদের অভিযোগ—একটি মহল অসৎ উদ্দেশ্যে সমিতি গঠনের নামে প্রতারণা করছে এবং বাজারকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে।

৭ নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান তার ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে বলেন, “আলিপুর বাজার ব্যবসায়ী সমিতির তফসিল ঘোষণার নামে একটি মহল ব্যবসায়ীদের বিভ্রান্ত করছে। তারা ব্যক্তিস্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।”তিনি জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একজন আহ্বায়কের দায়িত্ব দিয়ে ১১ সদস্যের একটি ভোটার তালিকা প্রণয়নের কমিটি গঠন করা হয়েছিল, যার কাজ ছিল বাজারের ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা।

কিন্তু তালিকা তৈরির পর কিছু ব্যক্তি তা ব্যবহার করে ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল করছে এবং নিজেদের স্বার্থে তালিকাটি কাজে লাগাচ্ছে।চেয়ারম্যান বলেন, “বাজারের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে বাজার ব্যবস্থাপনা কমিটি ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে গঠিত হওয়া প্রয়োজন।

ইউনিয়ন পরিষদের বাইরে কোনো বেসরকারি সমিতি গঠন করলে তা টেকসই উন্নয়নে বাধাগ্রস্ত করবে।”তিনি আরও অভিযোগ করেন, “একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবসায়ীদের জিম্মি করে ‘ব্যবসায়ী সমিতি’ নামে তফসিল ঘোষণা করেছে। তাদের মূল লক্ষ্য বাজারে রাজনৈতিক প্রভাব বিস্তার ও মাস শেষে চাঁদা আদায় করা।”তিনি প্রশ্ন রেখে বলেন, “যদি সমিতির নির্বাচন হয়, তবে আগে তো সেই সমিতির রেজুলেশন, নিয়মিত সদস্য তালিকা ও মাসিক চাঁদা প্রদানের রেকর্ড থাকতে হবে।

কিন্তু বাস্তবে কোনো সমিতিই নেই—তবু নির্বাচনের ঘোষণা দেওয়া হচ্ছে। এটি ব্যবসায়ীদের সঙ্গে স্পষ্ট প্রতারণা।”চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান স্বীকার করেন, “আমি ব্যক্তিগতভাবে একজনকে বিশ্বাস করে ভুল করেছি। তিনি এখন মিথ্যাচার করে ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন।”

তিনি ঘোষণা দেন, “খুব শিগগিরই ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলিপুর বাজারের বৈধ ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করা হবে, যাতে ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত থাকে এবং বাজারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হয়।”অন্যদিকে, স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমরা জানতাম ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাজার ব্যবস্থাপনা কমিটি গঠিত হবে। সে অনুযায়ী ট্রেড লাইসেন্স ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ২০ টাকা ফি দিয়ে ফরম পূরণ করেছি। এখন শুনছি বেসরকারিভাবে ব্যবসায়ী সমিতি গঠন করা হচ্ছে—এটা এক ধরনের প্রতারণা।”বাজারের আরও কয়েকজন ব্যবসায়ী বলেন, “ব্যবস্থাপনা কমিটির নামে ট্রেড লাইসেন্স ও ফরম ফি নেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে এটি ‘ব্যবসায়ী সমিতি’। যদি তাই হয়, তাহলে কেন ইউনিয়ন পরিষদের নামে এই ফরম পূরণ করা হলো?”এ বিষয়ে যোগাযোগ করা হলে, নিযুক্ত প্রিজাইডিং অফিসার ও কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, “আমি বাজার ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে নই। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আমি কেবল একটি বেসরকারি ব্যবসায়ী কমিটি গঠনের প্রক্রিয়া তদারক করছি। এটি ইউনিয়ন পরিষদের নয়, সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts