বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক সাবেক কমিশনার মরহুম আলমগীর খান আলোর একমাত্র ছেলে আবু নাহিয়ান খান ফয়সাল আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি গতকাল রাত দেড়টায় যুক্তরাষ্ট্রের ডালাসে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। আবু নাহিয়ান খান ফয়সাল বরিশাল জিলাস্কুল, বরিশাল ক্যাডেট কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডার একটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
উত্তরা ইপিজেডে কারখানা বন্ধের জেরে সংঘর্ষ, শ্রমিক নিহত
বিচারকদের নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ