আর জি কর হাসপাতাল ধর্ষণ-হত্যাকাণ্ড: ৮০টি সংগঠন নিয়ে গড়া হয়েছে ‘অভয়া মঞ্চ’

আর জি কর হাসপাতাল ধর্ষণ-হত্যাকাণ্ড: ৮০টি সংগঠন নিয়ে গড়া হয়েছে ‘অভয়া মঞ্চ’

এরই ধারাবাহিকতায় গতকাল এই রাজ্যের ৮০টি বিভিন্ন পেশার সংগঠন নিয়ে গড়া হয় ‘অভয়া মঞ্চ’। তাদের মূল দাবি, নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রকাশ্যে ও অপ্রকাশ্যে জড়িত ব্যক্তিদের নাম সিবিআইকে প্রকাশ করতে হবে। একই সঙ্গে তদন্ত শেষ করে সব দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

অভয়া মঞ্চ আগামীকাল বুধবার কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে থাকা সিবিআই দপ্তর অভিযান করবে। দাবি জানাবে দ্রুত তদন্ত ও বিচারের।

৩০ অক্টোবর হবে রাজ্য মেডিকেল কাউন্সিলের দপ্তরের সামনে থেকে মশালমিছিল। ৫ নভেম্বর হবে দ্রোহের আলো জ্বালো কর্মসূচি। ৭ নভেম্বর হবে জনতার চার্জশিট কর্মসূচি। আয়োজন করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস।

Explore More Districts