আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণে নতুন নীতিমালা জারি – DesheBideshe

আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণে নতুন নীতিমালা জারি – DesheBideshe



আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণে নতুন নীতিমালা জারি – DesheBideshe

ঢাকা, ১৮ মে – দেশের নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) ব্যবসাকেন্দ্র স্থাপন, সম্প্রসারণ, স্থানান্তর, ভাড়া ও ইজারা-সংক্রান্ত নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী, আর্থিক কোম্পানির ব্যবসাকেন্দ্র স্থাপন ও সম্প্রসারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। কেন্দ্রীয় ব্যাংক অনুমতি দিলে আর্থিক প্রতিষ্ঠানগুলো সে কাজগুলো করতে পারবে।

রবিবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ নীতিমালা জারি করা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, আবেদনকারী কোম্পানির আর্থিক সক্ষমতা, মূলধন পর্যাপ্ততা, শ্রেণিকৃত ঋণের হার, পরিদর্শন বিভাগের সর্বশেষ অডিট আপত্তি, ক্যামেল রেটিং, আমানতকারীদের সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে আলোচনা করে কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন করবে। অনুমোদনের তিন মাসের মধ্যে নির্ধারিত শাখা স্থাপন না করলে অনুমতিপত্র বাতিল করা হবে।

শুধু সম্প্রসারণই নয়, আর্থিক প্রতিষ্ঠানের শাখা ও উপশাখা একীভূতকরণ, রূপান্তর ও বন্ধ করতেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে।

শাখা স্থাপনের আবেদনের সঙ্গে কোম্পানির তিন বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী, এ সময়ের আয়-ব্যয়ের হিসাব, শাখা স্থাপনে স্পেস ভাড়া উল্লেখ করতে হবে।

ঢাকা ও ঢাকার বাইরে নতুন শাখা স্থাপনের অনুপাত হবে ১:২। শাখার আয়তন হবে সর্বোচ্চ ৫ হাজার বর্গফুট। প্রতি বর্গফুট ডেকোরেশনে ব্যয় ২ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে নতুন নীতিমালায় বলা হয়েছে।

নতুন এ উদ্যোগ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সুশাসন নিশ্চিত করবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। এতে স্বার্থান্বেষী মহলের অনুপ্রবেশ রোধ হবে এবং আর্থিক খাতে পেশাদার ও যোগ্য জনবল নিয়োগের পথ সুগম হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

সূত্র: রাইজিংবিডি
আইএ/ ১৮ মে ২০২৫



Explore More Districts