আর্জেন্টিনার কাছে হেরে চাকরি যাওয়ার অবস্থা ব্রাজিল কোচের

আর্জেন্টিনার কাছে হেরে চাকরি যাওয়ার অবস্থা ব্রাজিল কোচের

গতকাল দ্বিতীয়বারের মতো সিবিএফ সভাপতি হওয়া রদ্রিগেজের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও ভাবতে হচ্ছে না। তিনি দায়িত্বে থাকবেন ২০৩০ সাল পর্যন্ত। গত মেয়াদে দায়িত্বে থাকার সময় তিনিই বেশ কয়েকবার আনচেলত্তির দায়িত্ব নেওয়ার নিশ্চয়তা দিয়েছিলেন।

তবে ক্লাব বিশ্বকাপের জন্য আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। রিয়ালের সঙ্গে আনচেলত্তির ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকলেও ক্লাব বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব ছাড়ার সম্ভাবনা আছে তাঁর। ও গ্লোবো জানিয়েছে, আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার বিষয়ে কাছের মানুষদের কাছে ইতিবাচক সাড়া দিয়েছেন।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের সংগ্রহ ১৪ ম্যাচে ২১ পয়েন্ট, আছে পয়েন্ট তালিকার চারে।

Explore More Districts