আরিফুল হক চৌধুরী নেতৃত্বে অবৈধ যানবাহনের বিরুদ্ধে নাগরিক পদযাত্রা

আরিফুল হক চৌধুরী নেতৃত্বে অবৈধ যানবাহনের বিরুদ্ধে নাগরিক পদযাত্রা

আরিফুল হক চৌধুরী নেতৃত্বে অবৈধ যানবাহনের বিরুদ্ধে নাগরিক পদযাত্রাসিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশাসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে রোববার (২৮ সেপ্টেম্বর) পদযাত্রা করেছে নাগরিক সমাজ। ‘অবৈধ গাড়ি চলবে না’, ‘ব্যাটারিচালিত রিকশা জনগণের মরণ ফাঁদ’—এমন শ্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর রাজপথ।

সকাল সাড়ে ১১টার দিকে বন্দরবাজারের কোর্ট পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়ে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, ছাত্র-শিক্ষক, আইনজীবী, পরিবহণ সেক্টরের নেতা, সমাজকর্মী ও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। কর্মসূচির নেতৃত্ব দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

অংশগ্রহণকারীরা প্লেকার্ডে লিখে বহন করেন—‘নগরবাসীর প্রাণের দাবি, অবৈধ যানবাহন বন্ধ করো’, ‘অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে রুখে দাঁড়াও জনগণ’।

পথসভায় বক্তারা অবৈধ যানবাহন ও ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের অভিযানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, এসব রিকশার কারণে যানজট, দুর্ঘটনা ও নানান জটিল সমস্যা বাড়ছে। অভিযান শুরু হওয়ার পর থেকে হাসপাতালের জরুরি বিভাগে চাপ কমেছে এবং নগরীতে স্বস্তি ফিরেছে।

সমাপনী বক্তব্যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ঘোষণা দেন, দুর্গাপূজার পর আরও বৃহৎ পরিসরে কর্মসূচি পালন করা হবে, যাতে পর্যটন নগরী সিলেটের সৌন্দর্য ফিরিয়ে আনা যায়।

ডিএস/এমসি

Explore More Districts