বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি চাঁদপুর জেলা বিএনপির সদস্য আজহারুল হক মুকুল বলেছেন, আরাফাত রহমান কোকো, এক নিভৃতচারী অমর ক্রীড়াশিল্প ছিলেন। আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর অক্লান্ত প্রচেষ্টা ও উদ্যম ছাড়া আমাদের মাঠজয় কাঙ্খিত রূপ পেত না। আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন। ক্রীড়া সংগঠক হিসেবে দেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক অবদান রাখলেও তিনি ছিলেন সর্বদা প্রচারবিমুখ। এই শুভদিনে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
প্রথমেই আমরা কিংবদন্তী ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। তাঁর অক্লান্ত প্রচেষ্টা ও উদ্যম ছাড়া আমাদের মাঠজয় কাঙ্খিত রূপ পেতো না। আরাফাত রহমান কোকো ছিলেন আমাদের দেশের ক্রীড়াঙ্গনের একজন বিশিষ্ট সংগঠক। তিনি বিশেষ করে খেলাধুলার উন্নয়নে যে ভূমিকা রেখেছেন, তা আজও স্মরণীয়। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের টুর্নামেন্ট তাঁর নামেই আয়েূাজন করা হয়েছে, যা ক্রীড়াঙ্গনে তাঁর অবদানকে স্মরণ ও সম্মান জানাবার একটি অনন্য উদ্যোগ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ছেংগারচর পৌর ক্রীড়া পরিষদ এর আয়োজনে ৮টি দল নিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড-ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, খেলাধুলার উন্নয়নে যে ভূমিকা রেখেছেন আরাফাত রহমান, তা আজও স্মরণীয়। তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের টুর্নামেন্ট তার নামেই আয়োজন করা হয়েছে, যা ক্রীড়াঙ্গনে তাঁর অবদানকে স্মরণ ও সম্মান জানাবার একটি অনন্য উদ্যোগ।
বিএনপির এই নেতা বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পেরেছি। এটি নিঃসন্দেহে আমাদের ক্রীড়া জগতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, একতা এবং চেতনার অনুশীলন।
আরাফাত রহমান কোকোর মতো ক্রীড়া সংগঠকের আদর্শে অনুপ্রানিত হোক জানিয়ে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল বলেন, আজকের এই ফাইনাল ম্যাচ আপনাদের সবার জন্য মাইলফলক হয়ে উঠুক। অন্তহীন সংকল্প, অকুণ্ঠ উৎসাহ আর নিঃস্বার্থ খেলা দেখার মনোভাব নিয়ে মাঠের দিকে দৃষ্টি পাত করুন। আমি নিশ্চিত, আজকের দিন ফুটবলপ্রেমীদের হৃদয়ে এক অমর স্মৃতি হয়ে থাকবে।
আজহারুল হক মুকুল বলেন,শেখ হাসিনা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। সে শুধু স্বৈরশাসক না, ফ্যাসিবাদ না, মাদকেরও নেত্রী ছিলো। সমাজ ধ্বংসের নেত্রী ছিলো। এখনো দেশে এবং দেশের বাহিরে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের টাকার অভাব নেই। কোটি কোটি টাকা পাচার করে এখন বিদেশে বসে পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য এ মাদক দিয়ে আমাদের যুব, ছাত্র ও তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই হাসিনার অপরাজনীতিতে ফ্যাসিস্ট আবার যেন বাংলাদেশের রাজনীতিতে মানুষের উপর আঘাত হানতে না পারে।
এসময় ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশেক মাহমুদ সংগ্রাম,উপজেলা ছাত্রদলের আহবায় নুরুল হুদা ফয়েজী, পৌর বিএনপির নেতা মোসলেম উদ্দিন বেপারী,পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রাজিব,মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ সরকার, ছেংগারচর পৌর ছাত্র দলের সভাপতি মোঃ শাকিল খান, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড-ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় রয়েছেন, মোঃ মহিবুল্লাহ, মির্জা মন্টি, আক্তার হোসেন, রিপন, মোঃ ওমর সানি মুন্সি, আশরাফ হোসেন, মেহেদী হসিান প্রমূখ। পুরো খেলার ধারা বর্ণনায় ছিলেন, মোঃ সাব্বির আহম্মেদ।
উল্লেখ্য শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ছেংগারচর পৌরসভার বারআনী ফুটবল একাদশ বনাম বড় মরাদন ফুটবল একাদশ মধ্যকার নকআউট ভিত্তিক দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বারআনী ফুটবল একাদশ ২-১ গোলে বড় মরাদন ফুটবল একাদশকে পরাজিত করে বারআনী জয় লাভ করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। খেলা ঘিরে শিশু-বৃদ্ধসহ ফুটবল প্রেমীরা মাঠের চারপাশে ভিড় জমান। ৬০ মিনিটের এই ম্যাচের দর্শক পরিপূর্ণ ফুটবলে যেন তার হারানো গৌরব ফিরে পেল।
নিজস্ব প্রতিবেদক/ ৬ সেপ্টেম্বর ২০২৫