ধাওয়া দিয়ে দুই এজেন্টকে আটক
এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন খালিদ মিশালের আরেক দেহরক্ষী আবু সাইফ। তিনি হামলার এ ঘটনা দেখে সঙ্গে সঙ্গে ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন। ঘটনাস্থল থেকে এক শ মিটার দূরে আগে থেকেই মোসাদের ওই দুই এজেন্টের জন্য একটি গাড়ি অপেক্ষা করছিল। তাঁরা দ্রুত সেটিতে উঠে সটকে পড়েন।
আবু সাইফও হাল ছাড়ার পাত্র নন। রাস্তায় অপরিচিত একটি গাড়ি থামিয়ে তিনি ওই দুই ব্যক্তির পিছু নেন।
তাঁদের অনুসরণ করা হতে পারে—এমন আশঙ্কায় মোসাদের ওই এজেন্ট আল–মদিনা স্ট্রিটে গিয়ে গাড়ি থেকে নেমে পড়েন। এ সময় তাঁরা আবু সাইফকে দেখে ভড়কে যান এবং পালানোর চেষ্টা করেন।
আবু সাইফ তাঁদের ধাওয়া করে একপর্যায়ে ধরে ফেলতে সক্ষম হন। এ সময় তাদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়। ততক্ষণে সেখানে একটি বড়সড় ভিড় জমে যায়। পাশ দিয়েই যাচ্ছিলেন প্যালেস্টাইন লিবারেশন আর্মির কর্মকর্তা সাদ আল খতিব। তিনি ভিড় দেখে এগিয়ে যান।
সাদ আল খতিবকে দেখে এ সময় আবু সাইফ চিৎকার করে বলেন, তাঁরা মোসাদ এজেন্ট। খালিদ মিশালকে হত্যার চেষ্টা করেছেন।
আবু সাইফের কথা শুনে সাদ আল খতিব সাহায্যের হাত বাড়ান। ওই দুই এজেন্টকে আটক করে তাঁরা পুলিশের হাতে তুলে দেন।