আম্বানিদের ট্রফি ক্যাবিনেটে ‘লাকি নম্বর ১৩’

আম্বানিদের ট্রফি ক্যাবিনেটে ‘লাকি নম্বর ১৩’

বদ্ধমূল বিশ্বাস হোক কিংবা অযৌক্তিক ধারণা—১৩ সংখ্যাটিকে অনেকেই দুর্ভাগ্যজনক বা অপয়া মনে করেন। এ কারণে ১৩–কে ‘আনলাকি থার্টিন’ বলা হয়।

কিন্তু সাফল্যের পরিমাণ বাড়তে বাড়তে যখন ১৩–তে গিয়ে পৌঁছায়, তখন সেটিও হয়ে যায় ‘লাকি নম্বর’। আম্বানিদের জন্য ব্যাপারটি এখন তেমনই। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) তৃতীয় আসরে গতকাল চ্যাম্পিয়ন হয়েছে এমআই নিউইয়র্ক, যা এশিয়া মহাদেশের শীর্ষ ধনী এই পরিবারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ১৩তম ট্রফি।

টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমকে ৫ রানে হারিয়েছে এমআই নিউইয়র্ক। কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, কুইন্টন ডি ককদের নিউইয়র্ক আগে ব্যাটিংয়ে নেমে করে ১৮০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্রদের ওয়াশিংটন থামে ১৭৫ রানে।  

Explore More Districts