চাঁদপুর সদর উপজেলার বাগাদি নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার আয়োজনে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৭ সেপ্টেম্বর সকাল ৯টায় বাগাদী নানুপুর চৌরাস্তার মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। তিনি তার বক্তব্যে বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এরকম একটি মানবিক অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয়ার জন্য।মানুষের কল্যাণ এবং সমাজসেবা এটি মানুষের একটি কাজ। রোকনুজ্জামান রোকন ভাই যে মানুষের কল্যাণে এভাবে কাজ করেন তা স্বচক্ষে না দেখলে বুঝতাম না। আমি তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই, তিনি এখানে হাসপাতাল প্রতিষ্ঠা করে শুরু থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, আজকে যে হাজার হাজার রোগী এখানে এসেছে চিকিৎসা নেওয়ার জন্য আমি দেখে খুব খুশি হলাম প্রশাসনে কাজ করার সুবাদে আমরা বিভিন্ন কাজে সরকারের হয়ে কাজ করি তার মধ্যে আজকের অনুষ্ঠানটি একটি অন্যতম মনে রাখার মতো অনুষ্ঠান ,আমি আশা করব এই প্রতিষ্ঠানের যদি কোন কিছু প্রয়োজন হয় সরকারের পক্ষ থেকে আমি করার চেষ্টা করব , আমি প্রমোশন পেয়ে চলে যাব হয়তো আবার কখনো আমাকে কোন প্রয়োজন হলে চাঁদপুরজমিন হাসপাতালের ডায়াগনস্টিক এর স্বত্বাধিকারী আমাকে বলবেন আমি যেখানেই থাকি এই ভালো কাজের সাথে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ, আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে সব সময় মানুষের ভালো কাজের সাথে থাকতে চাই দোয়া করবেন যেন সব সময় রোকনুজ্জামান ভাইয়ের মত ভাল কাজে থাকতে পারি।
তিনি আরো বলেন, সমাজে সংবাদ মাধ্যম ভালো কাজ করলে প্রশাসন কাজ করতে সুবিধা হয় , ভালো সাংবাদিকতার মাধ্যমে রাষ্ট্রের এবং সমাজের উপকার হয়, বস্তুনিষ্ঠতার সাথে সাংবাদিকতা করলে দেশ প্রেমিক মানুষ হিসেবে পরিচিত হবে। যে সঠিক কাজ করবে সেই দেশ প্রেমিক মানুষ হিসেবে পরিচিতি লাভ করে। চাঁদপুর সদর উপজেলায় আমার একটা বন্যার্ত সময় কেটেছে প্রায় দুই বছরের অধিক। চাঁদপুর সদর উপজেলায় কাজ করে এই এলাকার মানুষের কাছে আমি অনেক সহযোগিতা পেয়েছি। আমি সাইটটি বিভাগে এর আগে কাজ করেছি এর মধ্যে অন্যতম হইল চাঁদপুর সদর উপজেলা। চাঁদপুর সদর উপজেলার মানুষ কথা বললে তারা বুঝতে চেষ্টা করে। চাঁদপুরের মানুষ আইনকে শ্রদ্ধা করে। চাঁদপুরের মানুষ শিক্ষিত এবং রুচিশীল মানুষ হিসেবে আমার মনে হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সব সময় সুস্থ থাকে কাজ করতে পারি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া তার বক্তব্য বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আমরা কিছু সামাজিক অনুষ্ঠানে যেতে হয়, তারই অংশ হিসেবে আজ চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চক্ষু শিবির অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এখানে এসে দেখলাম হাজার হাজার রোগী এতে প্রমাণিত হয় যে এখানে ভালো চিকিৎসা হয়, না হলে এত রোগী আসতো না। আমাদের শ্রদ্ধেয় সদর উপজেলা নির্বাহী অফিসার স্যার প্রমেশন হয়েছে চলে যাবেন আজকে রোকনুজ্জামান ভাই এর সাথে সাথে স্যার কে বিদায়ও দিবেন শুনে আমি চলে এসেছি। আমি সারারাত কাজ করেছি ভোর পাঁচটায় ঘুমিয়েছি তারপরেও এত সুন্দর অনুষ্ঠানে আমি নয়টা বাজে আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের ইউএনও স্যার এর সাথে কাজ করে প্রায় দুই বছর অনেক কিছু জানতে পেরেছি শিখতে পেরেছি উনি একজন ভালো মানুষ হিসেবে একসাথে কাজ করেছি স্যারের মঙ্গল কামনা করি । চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন ভাই মানুষের কল্যাণে যে কাজ করেন এর আগেও এখানে কয়েকটি অনুষ্ঠানে আমি দেখেছি। নিঃস্বার্থভাবে তিনি কাজ করে যান। তিনি সমাজের দর্পণ হিসেবে দৈনিক চাঁদপুরজমিন এবং অনুপমা পত্রিকা দিয়ে মানুষের সত্য ঘটনাগুলি তুলে ধরেন বিদায় আমরা জানতে পারি। এতে করে আমরা কাজও করতে পারি। আমরা কাজ করি আপনাদের জন্য আমরা কিছু সময়ের জন্য আসি এরমধ্যে চেষ্টা করি আপনাদের সেবা দিয়ে যেতে পারি। আমরা যে ভালো কাজ গুলো করে যাই সেগুলিই তো আপনারা মনে রাখবেন কাজের মাধ্যমে আমরা আপনাদের কাছে থাকবো। এরকম সেবা করার কাজ করা সবার কপালে জোটে না , এলাকায় কত লোক আছে কয় জন লোক এ ধরনের কাজ করে বলেন, ইউনো স্যার চলে যাবেন একজন ভালো মানুষকে আমরা মিস করবো আমরা স্যারের জন্য দোয়া করি , আমি রোকনুজ্জামান ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি যেন মানুষের সেবায় নিজেকে সব সময় নিয়োজিত রাখতে পারেন।
হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক মোঃ খোরশেদ আলম, হাজী লোকমান পাবলিক স্কুলের ভাইস প্রিন্সিপাল ইয়াসমিন আক্তার, সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম শেখ, কুমিল্লা অন্ধ কল্যান সমিতির দেলওয়ার হোসেন। বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহজাহান গাজীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ হোসাইন আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ফটো সাংবাদিক শাহনেওয়াজ আহমেদ, সাংবাদিক মোঃ জাকির হোসেন, চাঁদপুর সদর মডেল থানার এএসআই মোঃ সেলিম হোসেন সহ অনেকে।
আলোচনাসভা শেষে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করা হয়। পরে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার ৪ জন চিকিৎসক প্রায় ১৫ শত রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট/৭ সেপ্টেম্বর ২০২৫