আমি যদি শেখ হাসিনার মত করি শেখ হাসিনার থেকে কঠিন পতন আমারো হবে। …….বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম – News Tangail

আমি যদি শেখ হাসিনার মত করি শেখ হাসিনার থেকে কঠিন পতন আমারো হবে। …….বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম – News Tangail

নিজস্ব প্রতিনিধি :আমি যদি শেখ হাসিনার মত করি তাহলে শেখ হাসিনার থেকে কঠিন পতন আমারো হবে। অন্য কেউ যদি করে সে পতন তারও হবে, কারণ শেখ হাসিনা অনেক কিছু মানুষের মতে চিন্তা করতে পারেনি বলেই মানুষ শেখ হাসিনার পতন করেছে, যারা এই পতনের নেতৃত্ব দিয়েছেন তাদের সম্মান হাজার বছর থাকার কথা ছিল

কিন্তু তারা তাদের নিয়ন্ত্রণে রাখতে না পেরে তারা তাদের সম্মান ফুরিয়ে ফেলেছেন। বিগত ১৫-১৬ বছরের শেখ হাসিনা যে অন্যায় করেছে, সে অন্যায় যদি আপনারা ১৫ মাসে করে বসেন তাহলে মানুষ কিন্তু আপনাদের স্মরণ করবে না। আমি সেজন্যে বলছি আর দলাদলি ফালাফালি না করে আল্লাহর দুনিয়ায় প্রত্যেকটা মানুষকে নিরাপদে বসবাস করবার-থাকবার সুযোগ দিন।

কাদের সিদ্দিকী আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে কিন্তু মানুষের অন্তর থেকে নিষিদ্ধ হবে না। স্বাধীনতা আওয়ামী লীগের নয় বিএনপি’র নয়। বঙ্গবন্ধুকে কেউ ভাঙতে পারবেনা, মুছতে পারবেনা, মুক্তিযুদ্ধকে কেউ ভাঙতে পারবে না মুছতে পারবে না, স্বাধীনতাকে কেউ ভাঙতে পারবেনা মুছতে পারবে না স্বাধীনতা অমর অক্ষয়।
মাওলানা ভাসানীর আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, বঙবন্ধুর আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, আইনের দ্বারা নিষিদ্ধ হতে পারে, মানুষের অন্তর থেকে নিষিদ্ধ হবে না। আমি সবাইকে বলছি আমাদের স্বাধীনতা বাংলাদেশের। স্বাধীনতা আওয়ামী লীগের না, স্বাধীনতা বিএনপিরও না, স্বাধীনতা এনসিপি’র না। স্বাধীনতা দেশের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা। এই স্বাধীনতায় যারাই হস্তক্ষেপ করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। সবাইকে স্বীকার করতে হবে সম্মান দিতে হবে চোরকে ডাকাতকে নিষ্ঠুরভাবে মেরে ফেললে হবে না, তাকেও আইনের আশ্রয় দিতে হবে। যতক্ষণ আমরা আমাদের বিরোধীদের সম্মান করতে না পারবো, সম্মান দিয়ে কথা বলতে না পারবো ততদিন আমরা সভ্য জাতি হতে পারব না। আজকের ছোট ছোট বাচ্চারা বড় বড় নেতাদের যেভাবে তাচ্ছিল্য করে কথা বলে এটা চলতে পারেনা। এখান থেকে এখনই সকলকে ফিরে আসা উচিত। শেখ হাসিনার পতন ন্যায়ের কাছে অন্যায়ের পতন। শেখ হাসিনার পতনে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাদের অবদান আছে কিন্তু সর্ব প্রথম হলো আল্লাহর রহমত ও জনগণের দ্বারা শেখ হাসিনার পতন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল চারটায় সখীপুর উপজেলা হলরুমে উপজেলা কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত কাদের বঙ্গবীর সিদ্দিকী স্ত্রী বেগম নাসরিন কাদের সিদ্দিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সভায় আরো উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আব্দুস সবুর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজিবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারন সম্পাদক খোকা বীর প্রতীক, সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ হাবিব, সখীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত আলী মাস্টার, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল প্রমুখ।
উল্লেখ্য, বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী বেগম নাসরিন কাদের সিদ্দিকী ৭ জুন রাতে ঢাকার একটি হাস্পাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts