কলকাতা, ১৫ সেপ্টেম্বর – ভারতের বাংলা টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য সম্প্রতি এক খোলামেলা মন্তব্য করে আলোচনায় আসেন। ছোটপর্দা ও চলচ্চিত্রে সমানভাবে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন,আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না। শ্বেতার এ বক্তব্য টলিউডে ব্যাপক সাড়া ফেলে। অনেক সহকর্মী অভিনেত্রী তার পাশে দাঁড়ান।
এরপর এবার একই সুরে কথা বললেন অভিনেত্রী শ্রুতি দাস। দুই বছর পর ছোটপর্দায় ‘জেয়ার ভাটা’ ধারাবাহিকের মাধ্যমে ফিরেছেন তিনি। নাটকের পোশাক পরা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের অবস্থান তুলে ধরেন শ্রুতি।
তিনি লিখেছেন, আমি একজন রানি, আমার শরীর দেখিয়ে কিছু প্রমাণ করার দরকার নেই। আমি জানি আমার মূল্য কত, আমার যা দরকার সবই আছে। আমি মনোযোগ চাই না, চাই সম্পূর্ণ সম্মান।
নিজেকে ‘সিংহী’ দাবি করে শ্রুতি আরও যোগ করেন, আমি সেই সিংহী, যে সবার জন্য লড়েছি। আমি সেই ফিনিক্স, যে ছাই থেকে উঠে এসে নিজের সাম্রাজ্য গড়ছি। আমার জীবনে একমাত্র ড্রামা হলো চোখের পাতা, যা আমাকে ভিড়ের মাঝেও আলাদা করে।
তার ভাষায়, আমি তোমার চোখের মিষ্টি সাজ নই, আমি আত্মার খাবার। আমি বুদ্ধি দিয়ে তোমার ভেতরের সত্যটা দেখি। আমি আমার খেলার নিয়ম বদলেছি। সময়ের সঙ্গে ভাগ্যও বদলে যায়, তাই ভালোবাসতে থাকো।
শ্বেতা ভট্টাচার্য ও শ্রুতি দাস, দুই অভিনেত্রীর এই বক্তব্য টলিউডে শিল্পীদের কাজের ধারা, মূল্যায়ন ও সম্মান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এনএন