‘আমি মার কাছে যাব, তোমরা আমাকে মার কাছে নিয়ে চল…’

‘আমি মার কাছে যাব, তোমরা আমাকে মার কাছে নিয়ে চল…’

নথি পর্যালোচনা করে দেখা গেছে, আদালতের এই আদেশের পরদিন ৯ অক্টোবর কারা তত্ত্বাবধায়ক মো. নজরুল ইসলাম ভারতীয় নাগরিক আব্বাস মণ্ডলকে ভারতে প্রত্যর্পণের প্রয়োজনীয় ব্যবস্থা ও নির্দেশনা চেয়ে কারা মহাপরিদর্শককে লিখিত জানান। কারা মহাপরিদর্শকের পক্ষে অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. ইকবাল হাসান ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে লিখিতভাবে জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিরা হক ৫ নভেম্বর এক চিঠিতে শর্তসাপেক্ষে আব্বাস মণ্ডলকে প্রত্যাবাসন করতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব, বিজিবির মহাপরিচালক, ভারতীয় হাইকমিশনার ও কারা মহাপরিদর্শককে লিখিত চিঠি দেন। শর্তগুলো হচ্ছে, কাছের চেকপোস্টের মাধ্যমে প্রত্যাবাসন করতে হবে। প্রত্যাবাসন কার্যক্রম কারাবিধি মোতাবেক ও বিশেষ শাখার প্রতিনিধির উপস্থিতিতে হতে হবে। সাজার মেয়াদ উত্তীর্ণ হতে হবে। অন্য কোনো মামলায় জড়িত থাকলে প্রত্যাবাসন করা যাবে না।

Explore More Districts