বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ৮৪তম জন্মদিনে বলেছেন: ‘আমি বয়স চাই না যৌবন চাই। যে ক’দিন বাঁচি আমি সজীব ভাবে বাঁচতে চাই, কাজ করে বাঁচতে চাই, আমি ভালোবেসে বাঁচতে চাই।’ জন্মদিনে প্রথমবারের মতো প্রবর্তন করা গোলন্দাজ-আনন্দ আলো সাহিত্য পুরস্কার গ্রহণ করতে চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসে তিনি একথা বলেন।
