আমি আপনাদের জন্য খেলি না, দেশের জন্য খেলি : মুমিনুল

আমি আপনাদের জন্য খেলি না, দেশের জন্য খেলি : মুমিনুল

মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পর বাংলাদেশের ক্রিকেটে হইচই পড়ে গিয়েছিল। দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরে বাংলাদেশ হাতছাড়া করেছে সিরিজ জয়ের সুযোগ। সেই সাথে কি ঐতিহাসিক জয়ের উদযাপনেও ভাঁটা পড়ল? 

কৃতিত্ব মুমিনুলের, সুজন ভাই বুস্ট আপ করেছে : মাশরাফি
দেশের জন্য সাফল্য বয়ে আনতে পেরেই খুশি মুমিনুল। ফাইল ছবি

নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এমন দাপুটে পারফরম্যান্সে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পরও দেশে ফেরা বাংলাদেশ দল বিমানবন্দরে পেল না সংবর্ধনা। অতীতে অবশ্য এসব বড় অর্জনে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার নজির আছে।

Advertisment

তবে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক এই বিষয় নিয়ে ভাবতে নারাজ। দেশের জন্য সাফল্য বয়ে আনতে পেরেই খুশি তিনি। দেশে ফিরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে প্রশ্নটা করেছেন এটা বিতর্ক তৈরি করার মতো প্রশ্ন। আমি আপনাদের জন্য ক্রিকেট খেলি না, দেশের জন্য খেলি। পেশাদার ক্রিকেটার হিসেবে কে আসল না আসল এভাবে চিন্তা করি না।’

এ সময় লাল বলে ক্রিকেটারদের প্রস্তুতি নিয়েও কিছুটা অসন্তুষ্ট হন মুমিনুল। তিনি বলেন, ‘এটা আমার বলার দরকার নেই। সব সময় কিন্তু লাল বলের অনুশীলন হয়। ট্যুরের আগে আপনি কিন্তু আমাকে একদিনও মিরপুরে দেখেননি। কিন্তু আমি সাকিব ভাইয়ের একাডেমিতে নিয়মিত অনুশীলন করেছি। যে যার প্রস্তুতি নিয়ে রাখে।’

নিউজিল্যান্ডে বাংলাদেশ যে ম্যাচ জিতেছে, সেই ম্যাচ হয়েছিল আদর্শ স্পোর্টিং উইকেটে। দ্বিতীয় ম্যাচে অবশ্য কিউইরা ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়েছে। মুমিনুল দেশেও খেলতে চান স্পোর্টিং উইকেটে। তবে সেই সাথে বিদেশে খেলার আগে ভয় কাটানোই বেশি জরুরী বলে মনে করেন তিনি।

মুমিনুল বলেন, ‘অবশ্যই স্পোর্টিং উইকেট দরকার। তবে শুধু এটা হলেই হবে না, বিদেশে খেলতে গেলে মাইন্ড সেটআপ খুবই গুরুত্বপূর্ণ। যেমন নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার আগে যদি ভাবি- নিউজিল্যান্ডে খেলতে যাব, কি না কি হবে- এভাবে ভাবলে হবে না। এখানে শরীরা ভাষা, ইতিবাচক থাকাটা গুরুত্বপূর্ণ।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।

Explore More Districts