আমিরের অভিনয়কে ‘ওভারঅ্যাক্টিং’ বললেন রাজামৌলি

আমিরের অভিনয়কে ‘ওভারঅ্যাক্টিং’ বললেন রাজামৌলি

আমিরের অভিনয়কে ‘ওভারঅ্যাক্টিং’ বললেন রাজামৌলি

বলিউড সেরা তারকাদের মধ্যে অন্যতম নাম আমির খান। তার ভক্ত সংখ্যাও ব্যাপক।

কিন্তু সেই আমিরের অভিনয়কেই ওভারঅ্যাক্টিং বলে কটাক্ষ করেছেন ‘বাহুবলী’, ‘আরআরআর’ খ্যাত পরিচালক এসএস রাজামৌলি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন তথ্য জানান পরিচালক মনসুর খান।

তিনি বলেন, এসএস রাজামৌলি নাকি আমির খানের লাল সিং চাড্ডা সিনেমা দেখার পর বলেছিলেন যে এখানে আমির রীতিমত ওভারঅ্যাক্টিং করেছেন।

তিনি আরও বলেন, আমিরের সেন্স অব হিউমার দুর্দান্ত। একদিন আমির আমায় মজা করে বলে- তুমি তো খুব চুপচাপ ছেলে তাই তুমি যখন বলেছিলে যে লাল সিং চাড্ডা ছবিতে আমি ওভারঅ্যাক্টিং করেছি, তখন আমি তেমন কিছু বুঝিনি।

ভেবেছি তোমার হয়তো তেমনটা মনে হয়েছে। কিন্তু যখন সেই একই কথা এসএস রাজামৌলি বললেন তখন বুঝিতে পারি যে আমি তাহলে সত্যি এই ছবিতে ওভারঅ্যাক্টিং করেছি। নাহলে সেটা রাজামৌলির মনে হতো না।

এসএম

Explore More Districts