আমার ভাষা -সাদিয়া ইসলাম রিশা মনি – News Tangail

আমার ভাষা -সাদিয়া ইসলাম রিশা মনি – News Tangail

আমার ভাষা
——সাদিয়া ইসলাম রিশা মনি
ভাষার জন্য গেল যারা
ফিরলো নাতো তাঁরা,
তাদের জন্য সকল মায়ের
গর্বে বুকঁটা ভরা।
কামার-কুমার জেলে চাষা
সবার মুখে বাঙলা ভাষা,
বাঙলা আমার মা
বাঙলা আমার দেশ,
মায়ের দেশে আমরা সবাই
আছি অনেক বেশ।
কত লোকের রক্তে ভেজা
আমাদের এ ভাষা
তাই আজ এ দেশটি হলো
সোনার রুপায় কাসা,
বাঙলাকে রক্ষা করতে হাতে নিবো অস্ত্র
বাঙলার জনতা আজও অনেক তেজি সূর্য
সবুজ ক্ষেতের চাষী পদ্মা নদীর মাঝি
আজ আমরা সবাই বাঙলা ভাষা ভাষী।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts