ঢাকা, ২৩ এপ্রিল – মানহানিকর বক্তব্য ও খবর প্রচারের অভিযোগে গৃহকর্মী পিংকি আক্তারসহ পাঁচজনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বুধবার (২৩ এপ্রিল) এ মামলা করেন তিনি।
আদালত মামলাটি তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মিরাজ উদ্দিন শিকদার। এর আগে পরীমণি আজ বুধবার বিকেলে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে হাজির হন। পরে তিনি আদালতে জবানবন্দি দেন।
পরীমণি আদালতকে বলেন, ‘মাননীয় আদালত, আমার বাসায় আরও কয়েকজন গৃহকর্মী কাজ করেন। কেউ কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ করেননি। পিংকি আক্তার ইচ্ছাকৃতভাবেই আমার বিরুদ্ধে অবিরাম মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে চলেছেন।’
পরীমণি বলেন, ‘পিংকি আক্তারকে আমি নির্যাতন কিংবা কোনো ধরনের বকাঝকা করিনি। একটি গ্যাং তাকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আমার ব্যক্তিগত অনেক স্পর্শকাতর তথ্য প্রচার করছে। এতে আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
একপর্যায়ে পরীমণি আদালতকে বলেন, ‘মাননীয় আদালত, এমনভাবে আমার বিরুদ্ধে প্রচার করে যাচ্ছে, আমি আর এটি নিতে পারছি না। আমি বিচার চাই।’
মামলায় গৃহকর্মী পিংকি আক্তার ছাড়া ‘সকল খবর’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক মোর্শেদ সুমন এবং ‘প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট’, ‘অনলাইন পোর্টাল পিপলস নিউজ’ ও ‘ডিজিটাল খবর’কে আসামির তালিকায় রাখা হয়েছে।
মামলায় পরীমণি দাবি করেছেন, একটি সংস্থার মাধ্যমে গত ৫ মার্চ পিংকি আক্তার নামের এক গৃহকর্মীকে নিয়োগ দেন। গত ২৭ মার্চ তাকে ২০ হাজার টাকা বেতন দেন। পিংকি আক্তার গত ২ এপ্রিল তার বাসা থেকে চলে যান। এরপর তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা, বানোয়াট ও অশ্লীল তথ্য প্রচার করে আসছেন। পিংকি আক্তারের এমন বক্তব্যের কারণে অন্যরাও সেটি ফলাও করে প্রচার করছে।
মামলায় পরীমণি দাবি করেছেন, পিংকি আক্তারসহ অন্যরা পরস্পর যোগসাজশে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভুয়া ভিডিও প্রচার করেছেন।
পরীমণি তার বিরুদ্ধে বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদগুলোর একটি তালিকা মামলায় উল্লেখ করেছেন। এ ছাড়া ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত ভিডিওর লিংকও মামলায় উল্লেখ করেছেন তিনি।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন গৃহকর্মী পিংকি আক্তার। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনি এ মামলা করেন। আদালত মামলাটি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ৮ মের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
এর আগে ২০২২ সালের ১৮ জুলাই পরীমণির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলাটি ঢাকার আদালতে বিচারাধীন। পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা আরও একটি মামলার বিচার চলছে। অন্যদিকে পরীমণির দায়ের করা আরেকটি ধর্ষণচেষ্টার মামলা বিচারাধীন।
আইএ/ ২৩ এপ্রিল ২০২৫