বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মী দিন ব্যাপী শিক্ষাশিবির-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই শনিবার দিনব্যাপী চাঁদপুর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষা শিবির উদ্বোধণ করেন জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। পরিচালনা করেন জেলা সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর মাও: আব্দুর রহিম পাটওয়ারী, জেলা নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, আমাদের সকল চাওয়া-পাওয়া হতে হবে আল্লাহ কেন্দ্রীক। আর এর মধ্যেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। পৃথিবীর সকল কাজের হিসাব মহান আল্লাহ তায়ালার নিকট দিতে হবে। ইহজগতের সকল কার্যক্রম যদি আল্লাহর জন্য হয়, তবেই একজন মুমিনের জন্য রয়েছে পরকালে সফলতা।
তিনি আরও বলেন, দ্বীন প্রতিষ্ঠাকে আমাদের একমাত্র জীবনোদ্দেশ্য বানাতে হবে। আর এই চেতনায় আমাদের সকল কাজ আঞ্জাম দিতে হবে এবং জানমাল আল্লাহর কাছে সোপর্দ করে দ্বীন কায়েমে ভূমিকা রাখতে হবে।
শিক্ষা শিবিরে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হারুন আর রশিদ ওসমানী। আরো উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা আমীর আব্দুর রশিদ পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা আমীর মাও: কলিমুল্লাহ, হাজীগঞ্জ পৌর আমীর মাও: আবুল হাসানাত, কচুয়া উপজেলা আমীর এডভোকেট মেজবাহ উদ্দিনসহ উপজেলা ও পৌর শাখার আমীরবৃন্দ। সমাপনি বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
স্টাফ রিপোর্টার, ৫ জুলাই ২০২৫