৩০ September ২০২৫ Tuesday ৩:১৯:১৮ PM | ![]() ![]() ![]() ![]() |
ঝালকাঠি প্রতিনিধিঃ

“আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়, যদি কোনো দল বা ব্যক্তি গণহত্যার সাথে জড়িত থাকে তাদের বিচার চাই আমরা। এ কথা গুলো বলেছেন- বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।
তিনি আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ সব কথা বলেন। প্রেসক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মোস্তাফিজুর রহমান ইরান আরো বলেন- যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতেই হয়, তা আদালতের মাধ্যমে করতে হবে, নির্বাহী আদেশে করা যাবে না’ তাহলে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসবে। ”
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মিরাজ খান, ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, সেক্রেটারী মোঃ মামুন হোসেন, যুব মিশন কেন্দ্রীয় সভাপতি সালমান খান বাদশা, লেবার পার্টির ভান্ডারিয়া পৌরসভার আব্বায়ক মোঃ জাকির হোসেন, কাউখালী উপজেলার যুগ্ন আহবায়ক ডাক্তার শহিদুল ইসলাম, কাঠালিয়া উপজেলার সমন্বয়কারী মুফতি আরিফ বিন শহীদ সহ লেবার পার্টির জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |