আমরা কাউকে পাথর মারছি না – দৈনিক আজাদী

আমরা কাউকে পাথর মারছি না – দৈনিক আজাদী





বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আমরা বলি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বিদেশীরাও একই কথা বলছে। মার্কিন ভিসা নীতিতে বলা হয়েছে, সরাসরি ভোট চুরি করলে নিষেধাজ্ঞা দেওয়া হবে। আবার পরোক্ষভাবে ভোট চুরি করলেও নিষেধাজ্ঞা দেওয়া হবে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমরা কাউকে পাথর মারছি না। কাউকে আক্রমণ করছি না। সরকার আক্রমণ করছে। আমরা প্রতিবাদের মাধ্যমে আন্দোলন করছি। যদি বাধা দেন তবে প্রতিরোধ করব। আপনারা তৈরি থাকুন।”

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগর বিএনপি’র কার্যালয়ের সামনে কেন্দ্রঘোষিত রোডমার্চ কর্মসূচি শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “ভোট চোরদের পাহারা দিতে হবে। এবার তথ্য প্রমাণের ভিত্তিতে পরোক্ষভাবে ভোট চুরিতে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তাই তাদের নজরদারিতে রাখতে হবে।”

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাসেম বক্করের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমুখ।




Explore More Districts