দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে আমন ধান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আমন চাষীরা। সবুজের মাঠে মাঠে ক্ষেত পরিচর্যা করছেন শ্রমিক দিয়ে। কাহারোল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে আমন চাষীরা ক্ষেত পরিচর্যা নিয়ে দিন অতিবাহিত করছেন।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, লক্ষ্য মাত্রার চেয়ে অধিক জমিতে আমন চারা রোপণ করা হয়েছে। চলতি অর্থ বছরে আমন ধানের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে। গতকাল পর্যন্ত ১৪হাজার ৯৫০ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপন করা হয়েছে।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ সাদেক জানান, এবার সময়মত বৃষ্টি হওয়ার কারণে লক্ষ্য মাত্রা অতিক্রম করেছে। এবার কৃষকেরা সঠিক সময়ে সার পেয়েছে এবং বর্তমানে কৃষকেরা জমিতে উপরি সার প্রয়োগ করছে।
আবহাওয়া অনুকুলে থাকলে এবার আমন ধানের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। কৃষি কর্মকর্তা আরোও জানান, সংশ্লিষ্ট কৃষি উপ-সহকারী কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন।
মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)