আমদানিকারকদের সুবিধা বেশি, দেশের কসমেটিক শিল্পে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে

আমদানিকারকদের সুবিধা বেশি, দেশের কসমেটিক শিল্পে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে

সংগঠনটি মনে করে, এই খাতের আমদানি করা পণ্যের ট‍্যারিফ ভ‍্যালু খুবই কম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস‌্য রেখে কসমেটিক পণ‌্যের ট‌্যারিফ ভ‌্যালু নির্ধারণ করতে হবে। এএসবিএমইবি এক বিবৃতিতে বলেছে, আমদানি পর্যায়ে প্রকৃত ক্রয়মূল্য গোপন করে ন্যূনতম ট্যারিফ মূল্যে শুল্কায়নের ফলে আমদানি করা কালার কসমেটিক পণ্যসামগ্রীর ল্যান্ডেড কস্ট স্থানীয়ভাবে উৎপাদিত কালার কসমেটিক উৎপাদন খরচের তুলনায় অনেক কম হয়। কালার কসমেটিক পণ‌্য দেশে আমদানি পর্যায়ে শুল্কায়নের নীতি দেশীয় উৎপাদন ও শিল্পের বিকাশে বাধা তৈরি করবে।

এএসবিএমইবি বলেছে, অর্থ উপদেষ্টার প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী জারি করা কাস্টমস এসআরওতে প্রতি কেজি (নেট ওয়েট) কালার কসমেটিক পণ্যের শুল্কায়ন করা যায় ন্যূনতম ট্যারিফ মূল্যে। যেমন লিপস্টিকের প্রতি কেজির (নেটওয়েট) ক্রয়মূল্য ৪০ ডলার বিবেচনায় নিয়ে শুল্কায়ন করা হয়। প্রতিটি লিপস্টিকের গড় ওজন যদি ৪.০০ গ্রাম হয়, তাহলে প্রতি কেজিতে লিপস্টিকের সংখ্যা হয় ২৫০। সেই হিসাবে ন্যূনতম ট্যারিফ ভ্যালু অনুযায়ী প্রতিটির মূল্য দাঁড়ায় শূন‌্য দশমিক ১৬ ডলার বা ২০ টাকা। এই মূল্যে আমদানি করা প্রতিটি লিপস্টিকের বিপরীতে সরকার কাস্টমস ডিউটি পেয়ে থাকে ৩১ দশমিক ৪৬ টাকা। ক্রয়মূল্য ও কাস্টমস ডিউটিসহ প্রতিটি লিপস্টিকের আমদানিমূল্য দাঁড়ায় ৫১ দশমিক ৪৬ টাকা। অথচ দেশের বাজারে এই লিপস্টিক বিক্রি হয় ৩০০–৪০০ টাকায়। তা থেকে প্রতীয়মান হয় যে সরকার কালার কসমেটিক আমদানি খাতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

Explore More Districts