২২ October ২০২৪ Tuesday ২:১৬:৫৩ PM | ![]() ![]() ![]() ![]() |
আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে মাদক সেবনে বাধা দেওয়ায় এইচ এম কাউসার মাদবর নামে এক সাংবাদিককে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার সন্ধ্যায় পূর্ব কেওয়া বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিক আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিচ্ছেন।
আহত সাংবাদিক কাউসার মাদবর জানান, কেওয়া বুনিয়া এলাকার ইমরান হোসেন নামে এক কিশোরগ্যাং প্রধান তার দলবল নিয়ে প্রতিদিন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে বসে মাদক সেবন করে আসছিল।
গত শুক্রবার কিশোরগ্যাং সদস্যদের তিনি মাদক সেবনে বাধা দেন এবং তাদেরকে ওই বিদ্যালয়ে আড্ডা দিতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল সোমবার রাতে তাঁকে এলোপাতারি কুপিয়ে জখম করেন দুর্বৃত্তরা।
পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বর্তমানে তিনি আমতলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত ওই সাংবাদিক ‘দৈনিক সংবাদ’ পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, সাংবাদিক কাউসারের ওপর হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |