৮ এপ্রিল ২০২৪ সোমবার ৫:২৩:৩৫ অপরাহ্ন |
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি লুঙ্গি পেল ৮২ প্রতিবন্ধী নারী ও পুরুষ। সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের সামগ্রী প্রতিবন্ধীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসন বরগুনা-৩১৪ এমপি প্রভাষক ফারজানা সুমি।
সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ উপলক্ষে এক অনুষ্ঠানের আযোজন করে। সোমবার দুপুরে আমতলী উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত বরগুনা-৩১৪ আসনের এমপি প্রভাষক ফারজানা সুমি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের মিয়া, নারী ভাইস চেয়ারম্যান তামান্না অফরোজ মনি, সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার, কৃষি কর্মকর্তা মো. ইছা, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান খান বাদল ও প্রভাষক ইফতেখার রসুল তপন প্রমুখ।
সভায় সকল সরকারী কর্মকর্তা, সাংবাদিক, আবইনজীবি ও জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। প্রদান মন্ত্রীর ত্রান তহবিল থেকে ৫০টি শাড়ি ১২টি লেহেঙ্গা ও এমপি নিজ টাকায় ২০টি লুঙ্গি প্রদান করেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |