১২ July ২০২৫ Saturday ১২:১৬:২৮ PM | ![]() ![]() ![]() ![]() |
আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ আবু সাঈদ (২৫) নামের এক শারীরিক প্রতিবন্ধীকে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার রাত ১০:৩০ টায় নিজ বাড়ির পাশে দোকানে সামনে এ ঘটনা ঘটে। আহতরা হল ওই থানার দক্ষিণ-পূর্ব আমতলী গ্রামের বাসিন্দা মইনুদ্দিন মৃধার ছেলে। বর্তমানে আহত আবু সাঈদ মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । কয়েক বছর পূর্বে এক্সিডেন্টে তার বাম হাত কেটে যায়। একজন শারীরিক প্রতিবন্ধী কে মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।
আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মোফাজ্জেল মৃধা গংরা এক বছর যাবত ভুক্তভোগী পরিবারের ৭ বিঘা জমি জোর করে দখল নেয়ার পায়তারা চালাচ্ছিল। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনার দিন এর জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে মোফাজ্জেল মৃধা, আমিনুল ,তানিয়া, মিজানুর, হৃদয়, শাহানাজ সহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। পরে স্বজনরা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আবু সাঈদ এর অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়। মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।
এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |