আবারও ওয়ালটনের মিলিয়নিয়ার অফার উপলক্ষে মাদারগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর

আবারও ওয়ালটনের মিলিয়নিয়ার অফার উপলক্ষে মাদারগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর




আবারও ওয়ালটনের মিলিয়নিয়ার অফার উপলক্ষে মাদারগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর



মাদারগঞ্জ প্রতিনিধি : দেশজুড়ে তোলপাড় ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারও মিলিয়নিয়ার এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ওয়ালটন প্লাজা মাদারগঞ্জ শাখার আয়োজনে র‌্যালিটি হাইওয়ে রোড ওয়ালটন মাদারগঞ্জ প্লাজা থেকে শুরু হয়ে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন সংগীত পরিবেশন, ফিটা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসান আল মামুন। এসময় ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার অজিত কুমার দাস, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মনোয়ার হোসেন, রিজিওনাল স্যালস্ ম্যানেজার ফারুক আহমেদ,ক্রেডিট ম্যানেজার মোঃ রাশেদুজ্জামান,শাহাদত হোসেন, রিফাত করিম,ওয়ালটন মাদারগঞ্জ প্লাজার ম্যানেজার খাইরুল ইসলামসহ জামালপুর এরিয়ার অন্যান্য প্লাজার ম্যানেজার ও ওয়ালটন গ্রাহক এবং সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Explore More Districts