আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা – DesheBideshe

আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা – DesheBideshe

আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা – DesheBideshe

ঢাকা, ২৬ অক্টোবর – আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চলতি মাসেই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। পাঁচ ওয়ানডে ম্যাচের সিরিজকে সামনে রেখে আজ রোববার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলের নেতৃত্বে রয়েছেন আজিজুল হাকিম তামিম। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার।

আগামী ২৮ অক্টোবর শুরু হবে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজ।

সিরিজের প্রথম ম্যাচ হবে বগুড়ায় ৩১ অক্টোবর। সিরিজের দ্বিতীয় ম্যাচও হবে বগুড়ায়। এরপর দুই দল পাড়ি জমাবে রাজশাহীতে। সেখানে ৩, ৬ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ম্যাচ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড-

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), মোহাম্মদ সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, মোহাম্মদ রিজান হোসেন, মোহাম্মদ আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকি অলিন, মোহাম্মদ রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, আব্দুর রহিম ও ইকবাল হোসেন ইমন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৬ অক্টোবর ২০২৫



Explore More Districts