
বেইজিং, ২৮ নভেম্বর – আফগানিস্তান সংলগ্ন তাজিকিস্তান সীমান্তে সশস্ত্র ড্রোন হামলায় তিন চীনা নাগরিক নিহত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অবস্থিত চীনা দূতাবাস এ খবর জানিয়েছে।
বুধবার সন্ধ্যায় তাজিকিস্তানের দক্ষিণ-পশ্চিম খাতলোন প্রদেশে এ হামলায় আরও এক চীনা নাগরিক আহত হয়েছেন বলেও জানায় দূতাবাস। তারা সীমান্ত এলাকা থেকে চীনা নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
সংবাদমাধ্যম ‘দ্য জেরুজালেম পোস্ট’ লিখেছে, চীনা দূতাবাস জানায়নি কারা এ হামলা চালিয়েছে। তবে তাজিকিস্তানকে ঘটনাটি তদন্ত করার আহ্বান জানিয়েছে চীন।
ওদিকে, তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, দেশটির এলএলসি শাহিন এসএম নামের একটি কোম্পানিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
হামলাটি আফগানিস্তান থেকে ছোড়া গ্রেনেডবাহী ড্রোন ব্যবহার করে করা হয়েছে। নিহত তিনজনই ওই কোম্পানির কর্মী ছিলেন বলে জানানো হয় বিবৃতিতে। ওই এলাকার স্বর্ণখনিতেই এই কর্মীরা কাজ করতেন।
তবে, হামলার ঘটনায় আফগানিস্তান প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
আফগানিস্তান ও তাজিকিস্তানের মধ্যকার প্রায় ১,৩৫০ কিলোমিটার সীমান্ত জুড়ে বিস্তীর্ণ পার্বত্য অঞ্চলে জঙ্গিরা সক্রিয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাজিকিস্তান ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর উগ্রবাদী তৎপরতা বেড়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন।
তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাখমোন প্রকাশ্যেই তালেবানের সমালোচনা করে আসছেন। তিনি তালেবানকে জাতিগত তাজিকদের অধিকারকে সম্মান দেখানোর আহ্বানও জানিয়েছেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৮ নভেম্বর ২০২৫




