মতলব দক্ষিণ উপজেলার নব যোগদানকৃত নির্বাহী অফিসার ( ইউএনও) আমজাদ হোসেন বলেছেন, আপনারা আমার পাশে থাকলে এবং বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করলে একটি সুন্দর উপজেলা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
১৮ জানুয়ারি ( মঙ্গলবার) সকাল সাড়ে দশটায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা,ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আফজাল হোসেনের মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা যেসব সমস্যা সমাধানের বিষয় উপস্থাপন করেছেন তা পর্যায়ক্রমে সমাধান করা হবে। এ ক্ষেত্রে আপনারা আপনাদের যে যার অবস্থান থেকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।মতলবে মাদক একটি বড় সমস্যা সে বিষয়টি সবাই উপস্থাপনা করেছেন।এটা শতভাগ নির্মুল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এছাড়া উন্নয়নমূলক কাজকে গতিশীল করতে যেখানে যা প্রয়োজন তাই করা হবে।
আমিও চাই আপনাদের শতভাগ সেবা নিশ্চিত করতে। যেকোন প্রয়োজনে আমার নিকট আসবেন, চেষ্টা করবো আপনার সমস্যা সমাধান করতে হবে।
উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) জাবেদ হোসেন চৌধুরীর পরিচালনায় উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ, উপজেলা কমিউনিটি পুলিশের সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব সরকারি কলেজের প্রভাষক আইনুন নাহার কাদরী, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আমির খসরু, ,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি ও মতলব পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকার, মতলব গন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম, মতলব দক্ষিণ উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, মতলব পৌর যুব জামায়াতের সেক্রেটারি এ এম ইদ্রিস খান প্রমুখ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৮ ফেব্রুয়ারি ২০২৫