আপনাদের জন্য কিছু করলে এ সরকারই করবে: আহতদের হাসনাত

আপনাদের জন্য কিছু করলে এ সরকারই করবে: আহতদের হাসনাত

এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দফা দাবিতে রাত সোয়া ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে এসে বিক্ষোভ দেখান জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা।

আন্দোলনরতদের সঙ্গে কথা বলোর জন্য মধ্যরাতেই যমুনার সামনে যান হাসনাত আবদুল্লাহ। সেখানে তিনি বলেন, ‘আপনাদের জন্য কোনো সরকার যদি কিছু করে, তাহলে এটা এই সরকারই করবে। আপনাদের লিখে দিচ্ছি, এই সরকার যদি না করে, তাহলে আর কোনো সরকারই করবে না।’

Explore More Districts