আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য, কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য না’
নিজস্ব প্রতিবেদক:
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ছাত্রদের আন্দোলন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়। তিনি বলেন, বহু বছর চেষ্টা করেও রাজনৈতিক দলগুলো যা পারেনি, শিক্ষার্থীরা তা করে দেখিয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে হিউম্যান রাইটস্ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আয়োজিত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মান্না বলেন, নির্বাচনে ভোটডাকাতি বন্ধে পুলিশে পরিবর্তন জরুরি। এখনও অনেক থানায় ঘুষ চালু আছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ হবে জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। এজন্য প্রশাসনে পরিবর্তন আনতে হবে।
দেশের বিগত তিন নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন তাদের আইনের আওতায় আনার আহ্বানও জানান বিএনপির এই নেতা।