আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নৃ ফাউন্ডেশন এর ২১ টি পরিবারকে সহায়তার ঘোষণা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নৃ ফাউন্ডেশন এর ২১ টি পরিবারকে সহায়তার ঘোষণা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নৃ ফাউন্ডেশন এর ২১ টি পরিবারকে সহায়তার ঘোষণা শেরপুর নিউজ ২৪ ডট কম

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী ২০২২ খ্রীঃ পর্যন্ত শেরপুর জেলাব্যাপী মোট ২১টি অসহায় পরিবারকে আত্মকর্মসংস্থান ও আয়ের উৎস সৃষ্টিতে নৃ ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিভিন্ন ধরণের সহযোগিতার ঘোষণা দেওয়া হয়েছে।

নৃ ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, চলমান অসহায়ের সহায় কার্যক্রমের আওত্তায় এই সহযোগিতা করা হবে। এর আগেও অসহায়ের সহায় কার্যক্রমের আওত্তায় ২৮টি পরিবারকে আয়ের উৎস তৈরীতে বিভিন্ন ধরণের সহযোগিতা করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী আগামী ৮দিনে অসহায় নারীদের জন্য সেলাই মেশিন, ক্ষুদ্র ব্যবসায় সহযোগিতা ও ছাগল ছানা বিতরণ করা হবে ।
নৃ ফাউন্ডেশনের একজন অন্যতম পৃষ্ঠপোষক ডাঃ ফাহিম ফয়সাল কল্লোল জানান, অসহায়ের সহায় কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে কিছু অসচ্ছল মেধাবী ছাত্রকে শিক্ষা সহায়তা ভাতা প্রদান করা হয়েছে, প্রতিবন্ধী মেয়ের বিয়ের ব্যয় নির্বাহের জন্য তার পরিবারকে সহায়তা করা হয়েছে, প্রশিক্ষিত দরিদ্র নারীদের মাঝে বিতরণ করছে সেলাই মেশিন, অসহায় নারীদের জন্য দিচ্ছে ছাগল ছানা, গাভী। কর্মক্ষম দরিদ্র পুরুষদের জন্য ব্যবস্থা করছে ক্ষুদ্র ব্যবসার পুঁজির, অসুস্থদের জন্য দিচ্ছে চিকিৎসা সহায়তা, দূর্ঘটনায় শীকার শ্রমজীবীদের জন্য রয়েছে বিশেষ প্রনোদনা। তিনি বলেন, মানবপ্রেম ও সকলের সহযোগিতাকেই ‘নৃ ফাউন্ডেশন’ তাদের মূলধন হিসেবে বিবেচনা করে।
উল্লেখ্য যে, নৃ ফাউন্ডেশন ২০২০ সালের আগষ্ট মাস হতে প্রতিদিন ৫০-৬০ জন মানুষের জন্য বিনামূল্যে দুপুরের খাবার সরবরাহ করে আসছে। বিনামূল্যে খাদ্য বিতরণের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ও নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করতে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ শেরপুরে দায়িত্ব নেওয়ার পরই জেলা প্রশাসন থেকে ৪ টন চালের বরাদ্দ দিয়েছেন । নৃ ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানানো হয়, ভাত প্রস্তুতের জন্য যে চালের প্রয়োজন হয় তা জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দকৃত চাল দিয়েই তৈরী হচ্ছে এবং এভাবে প্রতিদিনের কার্যক্রমে জেলা প্রশাসনও সঙ্গী হয়েছে।

.fb-background-color {
background: #ffffff !important;
}
.fb_iframe_widget_fluid_desktop iframe {
width: 100% !important;
}

The post আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নৃ ফাউন্ডেশন এর ২১ টি পরিবারকে সহায়তার ঘোষণা first appeared on শেরপুর নিউজ ২৪ ডট কম.

Explore More Districts