আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা – DesheBideshe

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা – DesheBideshe



আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা – DesheBideshe

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন তিনি।

এসময় তথ্য, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুহাম্মদ মুশফিকুর রহমান এবং ডাক অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়া একই সময়ে সপ্তম জাতীয় কমডেকা ২০২৫ উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা।

কমডেকা উপদেষ্টা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মুহাম্মদ এহছানুল হক, কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১৯ ফেব্রুয়ারি ২০২৫



Explore More Districts