সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় নোটিশ ঝুলিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা ৩ সদস্যের একটি দল নগরীর পাঠানটুলাস্থ আনোয়ারুজ্জামানের বাসায় নোটিশটি ঝুলিয়ে দেন।
দুদক সূত্র জানায়, আনোয়ারুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বৈধ আয়ের বাইরে বিপুল সম্পত্তির মালিক হওয়ার অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে দুদকও এ ব্যাপারে নিশ্চিত হয়েছে। এ অবস্থায় তাদের সম্পদের পূর্ণ বিবরণ আগামী ২১ কার্যদিবসের মধ্যে দুদক কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ দেয় সংস্থাটি। আনোয়ারুজ্জামানের বাসায় পরিবারের কোন সদস্যকে না পেয়ে তার বাসায় দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত নোটিশটি টানিয়ে যায় দুদক। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান।
নোটিশে বলা হয়েছে, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের বিশ্বাস যে আনোয়ারুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও নির্ভরশীলরা স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাই দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৬ এর উপধারা (১) অনুযায়ী তাদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেয়া হলো। ২১ কার্যদিবসের মধ্যে বিস্তারিত বিবরণী জমা না দিলে অথবা মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করছে দুদক।’
সূত্র:বিডিপ্রতিদিন