চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) উপজেলার বৈরাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৯৫০ পিস ইয়াবা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
আটককৃত যুবক হলেন, একই এলাকার মোখলেছ ডিলারের বাড়ির ফয়েজ আহাম্মদের পুত্র মোঃ ইব্রাহিম (২৫)।
আনোয়ারা থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। সংবাদের মাধ্যমে জানা যায়, ধৃত ইব্রাহিমের বসতঘরের সামনে একজন ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।
পরে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আনোয়ারা সেনা ক্যাম্পে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ও সেনা সদস্যরা ধাওয়া করে তাকে ঘটনাস্থলেই আটক করে।
আটককৃত ইব্রাহিমকে পালানোর কারণ জিজ্ঞাসা করা হলে সে কোনো সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়।
পুলিশ জানায়, তার ডান হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো মোট ২,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম অসংলগ্ন বক্তব্য দেয় এবং মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক লাখ টাকা।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আটক ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং মাদকচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।



