চট্টগ্রামের আনোয়ারায় মাদক এবং বিএনপির মিছিলে হামলার মামলায়, বিশেষ অভিযানে ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, বটতলী আইরমঙ্গল গ্রামের নূর কামালের ছেলে মো. নাজিম উদ্দিন (২৫), সদর বিলপুর গ্রামের মৃত হাজী আবদুল মোতালেবের ছেলে মো. আব্দুস ছালাম (৫০), আনোয়ারা সদরের ডাক বাংলো এলাকার আব্দুল শুকুরের ছেলে মো. মনির উদ্দিন (২১) ও বারখাইন উত্তর হাজীগাও গ্রামের মৃত সিদ্দিক আহমদের ছেলে মো. হাসান (৬০)।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, বিশেষ অভিযান পরিচালনা করে মাদক এবং পুলিশ ও বিএনপি মিছিলে হামলা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জেএনএন/সিটিজিনিউজ