আনোয়ারায় বটতলী রুস্তম হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড – দৈনিক আজাদী

আনোয়ারায় বটতলী রুস্তম হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড – দৈনিক আজাদী





আনোযারার বটতলী রুস্তম হাটে দৌলত রাইস মিল, জামাল রাইস মিল ও শাহ মোহসেন আউলিয়া রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৭ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্থানীয়রা আগুনে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আটটার দিকে হঠাৎ আগুন দেখা দিলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্ঠা করে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুনে গোলাম মোহাম্মদের নাইস মিল, দৌলতের রাইসমিল, জামাল উদ্দিনের রাইস মিল, কাকুলি স্টুডিওসহ প্রায় সাতটি দোকান পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কোত্থেকে তা এখনও জানা যায়নি।




Explore More Districts