আনোয়ারায় পিএবি সড়কের পাশে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার | ctgnews.com

আনোয়ারায় পিএবি সড়কের পাশে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার | ctgnews.com
আনোয়ারায় পিএবি সড়কের পাশে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
পিএবি সড়কের আনোয়ারা ঝিওরি এলাকায় সড়কে অজ্ঞাত নারীর লাশ

       

Advertisement

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) সড়কের বারখাইন ঝিওরি মাজার গেইট এলাকায় সড়কের পাশ থেকে আনুমানিক ৩৫-৪০ বছর বয়সের একটি অজ্ঞাত নারীর লাশটি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার(১১ অক্টোবর) ভোরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের পরনে লাল রংয়ের সেলোয়ার কামিছ ছিল। তবে তার মুখ ও মাথা থেতলে গেছে।

Advertisement


CTG NEWS

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে নিহত ওই নারীকে সড়কে হাটা-চলা করতে দেখা যেত। ওই নারী ভারসাম্যহীন ছিল, তবে কিভাবে সে মারা গেল সেটা জানেনা কেউ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সড়কের পাশ থেকে একটি নারীর লাশ উদ্ধার করা হয়। লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে লাশের অবস্থা দেখে মনে হচ্ছে সড়ক দূর্ঘটনায় ওই নারী মারা গেছে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হবে।

এমজে/

Advertisement


CTG NEWS

Explore More Districts