আনোয়ারায় চেক প্রতারণা মামলায় ইমাম হোসেন গ্রেফতার – Chittagong News

আনোয়ারায় চেক প্রতারণা মামলায় ইমাম হোসেন গ্রেফতার – Chittagong News

আনোয়ারায় কোটি টাকার একাধিক চেক প্রতারণা মামলার আসামী ইমাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার বৈরাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমাম হোসেন পূর্ব বৈরাগ মৃত গোলাম হোসেনের পুত্র। ২০২২ সালে বৈরাগ ইউনিয়নের বন্দর জলদাশ পাড়া গ্রামের ধর্মাচরণ জলদাশের স্ত্রী ভাগ্যবালা জলদাশ (৬০) চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক চেক প্রতারণা মামলা রয়েছে বলে জানা যায়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী ব্যবসায়ীক লেনদেনে ইমাম হোসেনের কাছে ৩০১৯ সালে ২২ লাখ ৯০ হাজার টাকা পাপ্য ছিল। বিভিন্ন সময় নগদ ও চেকে ইমাম হোসেন তাকে ১৭ লাখ টাকা প্রদান করলেও ৫ লাখ ৯০ হাজার টাকার একটি চেক প্রদান করেন। বাদী ওই ২০২২ সালে ব্যাংকে জমা করতে গেলে ওই চেক ডিসঅনার হয়। পরে বাদী ইমাম হোসেনের সাথে যোগাযোগ করলেও কোন সুরাহা না হওয়ায় আদালতে মামলা দায়ের করেন।

স্থানীয় বাসিন্দা আবুল হাসেম বলেন, ইমাম হোসেনের কাছে একাধিক মানুষ টাকা পাবে। সবাইকে চেক দিয়ে তিনি প্রকারণা করেছেন। আমরা ৬৭ লাখ ১৫৯৭৮ টাকা পাপ্য ছিলাম। সালিশি বৈঠকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত হয় এবং তিনি একটি চেক দেন আমাদের। পরে ব্যাংকে গিয়ে দেখি তার একাউন্টে কোন টাকা নেই। আমরাও আদালতে চেক প্রতারণা মামলা দায়ের করেছি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একজন চেক প্রতারণা মামলার আসামীসহ বিভিন্ন মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা আদালতের একাধিক মামলায় ওয়ান্টেভুক্ত পলাতক আসামী। তাদের বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts