আনোয়ারায় ওয়াসিকা আয়শা খানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ – দৈনিক আজাদী

আনোয়ারায় ওয়াসিকা আয়শা খানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ – দৈনিক আজাদী

বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খানের পক্ষ থেকে বুধবার আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

ওয়াসিকা আয়শা খানের ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১৯ টি পরিবারের প্রায় একশত সদস্যকে পরিবারপ্রতি দুই বান্ডেল করে মোট আটত্রিশ বান্ডেল ঢেউটিন প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ায় হঠাৎ সৃষ্ট অগ্নিকান্ডে সম্পূর্ণরূপে পুড়ে যায় ১৯ টি ঘর। এতে পাঁচজন দগ্ধ হওয়ার পাশাপাশি অন্তত চল্লিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয়ভাবে জানা যায়।

Explore More Districts