আদালতের রায় পেলেও জমি ফেরত দিচ্ছে না পুলিশ ক্যাম্প, অভিযোগে নড়াইলে মানববন্ধন

আদালতের রায় পেলেও জমি ফেরত দিচ্ছে না পুলিশ ক্যাম্প, অভিযোগে নড়াইলে মানববন্ধন

আদালতের রায় পেলেও জমি ফেরত দিচ্ছে না পুলিশ ক্যাম্প, অভিযোগে নড়াইলে মানববন্ধন

নড়াইল সদরের শেখহাটি বাজারে ১৫ শতক এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান, রাইস মিল সবই ছিলো একসময়। শেখহাটি পুলিশ ফাড়ি নির্মানের সময় সেই জমি দখল করে নির্মান করে সিমানা প্রাচীর। দীর্ঘ ২৪ বছর আদালতে ঘুরে এখন রোগে প্রতিবন্ধী হয়ে পড়েছেন ওই পরিবারের কর্তা ইরাজেল মিনা।  

অবশেষে চলতি বছরের ৫ জানুয়ারী উচ্চ আদালত জমি বুঝিয়ে দিতে ডিক্রি জারি করে, এরপরেও জমির মালিকানা ফেরত দিচ্ছে না পুলিশ। এই অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী ইরাজেল মিনার পরিবার।

শনিবার(০১ মার্চ) সকালে শেখহাটি পুলিশ ফাড়ির সামনে প্রথমে মানবন্ধন ও পরে সংবাদ সম্মেলন করে পরিবার ও বাজারের লোকজন। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি মেম্বর আনোয়ার হোসেন, শওকত মিনা, মানিক মিনা। একই স্থানে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিবন্ধী ইয়াজেল মিনার ছেলে হাসান মিনা। বক্তব্যে জানানো হয়, উচ্চ আদালতের রায়ে জমির মালিকানা ফেরত পাবার পর আদালত কর্তৃক জমি বুঝে দিতে ডিক্রিজারী করে, সেই অনুযায়ী আদালত ও স্থানীয় লোকেরা জমি বুঝিয়ে দিতে আসলেও পুলিশের বাধায় তা সম্পন্ন হয়নি। এই অবস্থায় নিজের জমির মালিকানা ফেরত পাবার জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনকে অবহিত করেন।

শেখহাটি পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই রফিকুল ইসলাম বলেন, আদালতের রায়ের পরে পুলিশের পক্ষ থেকে আপিল করা হয়েছে এটুকু জানি।

Explore More Districts