| ১৭ December ২০২৫ Wednesday ৮:০৮:৪৫ PM | |
নিজস্ব প্রতিনিধি:

আদালতের রায়ে জমি ফিরে পেয়েছেন বরিশাল নগরীর ফরিয়াপট্টি এলাকার চায়ের দোকানি নাহিদ ওরফে নাহার।
আজ বুধবার বেলা বারোটার দিকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পামেরহাট এলাকায় গিয়ে নাহিদ ও তার পরিবারকে জমি বুঝিয়ে দেওয়া হয়। আদালতের নির্দেশ বাস্তবায়ন করেন বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম। এ সময় সহকারী কমিশনারকে সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, আমরা আদালতের রায় মেনে ভুক্তভোগী পরিবারকে জমি বুঝিয়ে দিয়েছি।
আদালতের রায়ে জমি ফিরে পেয়ে খুশি চা বিক্রেতার স্ত্রী নাসিমা বেগম। নাসিমা বেগম বলেন, আমার বাবার অসহায়ত্বের সুযোগে ঘরসহ ওই জমি দখল করেছিলো প্রতিপক্ষের লোকজন। অবশেষে আদালতের রায়ে আমরা পৈতৃক ভিটা ফিরে পেয়েছি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


