আদালতকক্ষে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর

আদালতকক্ষে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর

সাংবাদিক মুক্তাদির রশিদ বলেন, “আমি যখন মনজুরুল আলমের সঙ্গে কথা বলছিলাম, তখন আদালত কক্ষে উপস্থিত আইনজীবী মহিউদ্দিন মাহি আমাকে কোর্ট থেকে বের হয়ে যাওয়ার জন্য  ধমকাতে থাকেন। ‌তখন আমি বলি, আদালত কক্ষ থেকে বের করে দেওয়ার ক্ষমতা কেবলমাত্র বিচারকের আছে। উনি বললে বের হয়ে যাব। উনাকে বলতে দিন।’

মুক্তাদির রশিদ বলেন, “আমি যখন আইনজীবী মহিউদ্দিনকে এ কথা বলি, তিনি আমাকে মারধর করতে উদ্ধত হন।’

এ পর্যায়ে মারধরের শিকার হন জানিয়ে সময় টিভির সাংবাদিক আসিফ হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমি আইনজীবী মহিউদ্দিন মহি ভাইকে বলছিলাম, উনি সাংবাদিক। এ কথা বলার সঙ্গে সঙ্গেই আইনজী মহিউদ্দিন আমাকে ঘুষি মারেন। তখন আমার হাতে থাকা টেলিভিশনের বুমটি উঁচু করে বিচারকের উদ্দেশ্যে বলতে থাকি, আমাকে মারধর করা হচ্ছে। আমি এ কথা বলার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন আইনজীবী আমাকে এলোপাতাড়ি কিল ঘুষি দিতে থাকেন। তখন আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এক পর্যায়ে আদালত কক্ষে উপস্থিত সহকারী পাবলিক (এপিপি) প্রসিকিউটর কাইয়ুম হোসেন, মনজুরুল আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিনসহ অন্য আইনজীবী, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আমাকে মারধরের হাত থেকে রক্ষা করেন। আমি এর বিচার চাই।’

Explore More Districts