আদারিয়াতলায় ইয়াবাসহ রমজান গ্রেফতার | munshiganjnews.com

আদারিয়াতলায় ইয়াবাসহ রমজান গ্রেফতার | munshiganjnews.com




আদারিয়াতলায় ইয়াবাসহ রমজান গ্রেফতার | munshiganjnews.comমোহাম্মদ সেলিমঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা গ্রাম থেকে মুন্সীগঞ্জের ডিবি পুলিশ মাদক ব্যবসায়ি মোঃ রমজান হোসেনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময়ে তার কাছ থেকে ডিবি পুলিশ ৫০ পিস ইয়াবা উদ্ধার করে।

গেল বৃহস্পতিবার ৯ জুন গোপন সংবাদের ভিত্তি রাত সোয়া ১০টার সময় ডিবি পুলিশের সময় তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আবুল কালাম আজদ জানান, মুন্সীগঞ্জের ডিবি পুলিশ আদারিয়াতলা গ্রামে জনৈক মাঈন আলীর মুদি দোকানের সামনে ইটের সলিং এর রাস্তার উপর থেকে মোঃ কামাল হোসেনের পুত্র

মোঃ রমজান হোসেন (২৩) কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনের ধারায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।




Explore More Districts