আদাবরে চালু হলো বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের ১৮তম শাখা

আদাবরে চালু হলো বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের ১৮তম শাখা

বাবুল্যান্ডের সহপ্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর এনামুল হক কলিন্স বলেন, স্মার্টফোনে আসক্ত শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ব্যাহত হচ্ছে। তাদের সক্রিয় রাখতে ও সৃজনশীলভাবে গড়ে তুলতেই বাবুল্যান্ডের এই উদ্যোগ।

সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইশনাদ চৌধুরী বলেন, ‘একটি সুস্থ প্রজন্ম গড়তে আমরা চাই, শিশুরা প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার থেকে সরে এসে খেলাধুলার মাধ্যমে বড় হোক।’

আদাবরের শম্পা মার্কেটের লেভেল-১-এ বাবুল্যান্ডের এই নতুন শাখা প্রতিদিন খোলা থাকবে।

Explore More Districts